জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ২১ জানুয়ারি হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী ও জেলার কর্মী সম্মেলন হবে। এ উপলক্ষে কোতোয়ালি উত্তর থানার ২২ নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার বরিশাল সিএন্ডবি রোডস্থ কাজীপাড়া পশ্চিম বগুড়া মসজিদ পাঠাগারের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
তিনি বলেন, আগামী ২১ জানুয়ারী হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জামায়াত ইসলামের কর্মী সম্মেলন হবে এক ঐতিহাসিক দৃষ্টান্ত। ।২২ নং ওয়ার্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. মহাব্বাতুল্লাহ মাহেত এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগরী শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতোয়ালি উত্তর থানার আমীর অধ্যাপক মো. আনোয়ার হোসাইন, নায়েবে আমীর অধ্যাপক সৈয়দ গোলাম গোফরান, সেক্রেটারি জাবের হাসান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবির, ইসলামী ছাত্রশিবির এর হাতেম আলী কলেজের সভাপতি মাহামুদুর রহমান, প্রাথমিক শিক্ষক পরিষদ বরিশাল অঞ্চলের সভাপতি কামাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিএম কলেজ শাখার সভাপতি জাকির হোসেন, জামায়াতের ২০ নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ খান ও ২১ নং ওয়ার্ড সভাপতি মোকছেদুর রহমান। প্রস্তুতি সভায় পরিচালনা করেন ২২ নং ওয়ার্ড সেক্রেটারি প্রভাষক খন্দকার আল-আমিন।
Post Comment