Loading Now

জাম পেড়ে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, কারাগারে বৃদ্ধ

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার তালতলীতে এগারো বছরের এক শিশুকে জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমান আলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি গত বুধবার বিকালে তার সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা জাম গাছ থেকে জাম পাড়তে ছিল। এ সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান জাম পেড়ে দেওয়ার কথা বলে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে তিনি মুখ চেপে ধরেন। পরে শিশুটির অন্য সহপাঠীরা তাকে খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে সিদ্দিকুর রহমান ধর্ষণ করছে এমন অবস্থায় দেখতে পায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সিদ্দিকুর রহমান পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির মা তালতলী থানায় মামলা করেন। পরে এ মামলায় পুলিশ সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে সহজ-সরল হওয়ায় সিদ্দিকুর রহমান জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করেছে। আমি মামলা করেছি। আমি ধর্ষক সিদ্দিকুর রহমানের কঠোর শাস্তি চাই।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, ‘অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED