Loading Now

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি

 

স্পোর্টস ডেক্স ।।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এ নিয়ে শুরু থেকেই নানা টালবাহানা করছে ভারত। পাকিস্তানে খেলতে যাবে না, বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের এমন অনড় অবস্থানের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

পাকিস্তান শুরুতে জানিয়েছিল, কোনোভাবেই তারা হাইব্রিড মডেলে (নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচ) যেতে রাজি নয়। শেষ পর্যন্ত অবশ্য দাবি মেনে নিয়েছে তারা।

এর মধ্যে আরেক নতুন বিতর্ক তৈরি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার তারা বলছে, নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখবে না।

বিসিসিআইয়ের এমন আপত্তিতে এবার খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবির এক কর্মকর্তা বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্রিকেটে রাজনীতি আনার অভিযোগ করেন।

ওই কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি আনছে, এই বিষয়টা খেলার জন্য মোটেও ভালো নয়। তারা পাকিস্তানে সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। তারা চায় না যে তাদের অধিনায়ক (রোহিত শর্মা) চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাকিস্তানে আসুক। এখন আবার তারা আয়োজক দেশের নাম নিজেদের জার্সিতে ছাপাতেও চায় না। আমরা বিশ্বাস করি, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এটি হতে দেবে না এবং পাকিস্তানের পক্ষ নেবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED