Loading Now

জাল টাকা বহনের দায়ে নারীকে ৫ বছরের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠিতে জাল টাকা বহন করার দায়ে বিউটি রানী (৩৭) নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইবুন্যাল আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ ২য় আদালত) মো. আমিরুল ইসলাম এ রায় দেন।

আসামি বিউটি রানী কাঁঠালিয়া উপজেলার শৈলজালিয়া ইউনিয়নের দোগনা গ্রামের মেন্ডিস খরাতি ওরফে জয়ন্তর স্ত্রী। রায় ঘোষণার সময় আসামি বিউটি রানী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাটি বাজার থেকে আসামি বিউটি রানীকে ২১ হাজার টাকার জাল নোটসহ আটক করে।

এ সময় আসামি বিউটি রানী ধারের টাকা পরিশোধ করার জন্য সুবর্ণা রানীকে ওই ২১ হাজার টাকা দিয়েছিলেন। সুবর্ণা রানীর সন্দেহ হলে তিনি পুলিশে খবর দিয়ে আসামি বিউটি রানীকে ধরিয়ে দেন।

এ ঘটনায় ওই দিন রাতে রাজাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বাদী হয়ে জাল টাকা বহন করার দায়ে একটি মামলা দায়ের করেন।

পরে রাজাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পালোয়ান ওই বছরের ১১নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

১২ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালত এ রায় দেন। তখন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সঞ্জীব কুমার বিশ্বাস। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আল আমিন হাওলাদার।

Post Comment

YOU MAY HAVE MISSED