জাসাস বরিশাল মহানগরের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক ।।
সাবেক ছাএদল নেতা সৈয়দ মঞ্জুরুল ইসলাম মামুনকে আহবায়ক এবং অনুপ চন্দ্র বেপারী কে সদস্য সচিব করে জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) বরিশাল মহানগরের সুপার ফাইভ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলো মো: বায়জিদ শরীফ (সিনিয়র যুগ্ম আহবায়ক),শিফাত আনসারী( যুগ্ন আহবায়ক), রাকিব হাসান রকি(যুগ্ম আহবায়ক)। জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ূন কবির বেপারী ও সাধারন সম্পাদক এম আহমেদ খান মন্টু এই কমিটি অনুমোদন করেন। ো
Post Comment