Loading Now

জাহিদ ফারুক কারাগারে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর লুটের মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমকে। সোমবার দিনভর নানা নাটকীয়তা শেষে সন্ধ্যার পর বরিশাল জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। আদালতে তার পক্ষে শতাধিক আইনজীবী জামিনের প্রার্থনা করে আবেদন জমা দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আমিন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জিআরও এনামুল হক জানিয়েছেন। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনয়নে দুই বারের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমকে গত রোববার রাজধানীর বারিধারা এলাকা থেকে র‌্যাব-১ গ্রেপ্তার করে। গত ৪ অগাষ্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামী ছিলেন তিনি। ওই মামলার বাদী হলেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক। জিআরও এনামুল হক বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে এজলাসে হাজির করা হয়। সেখানে ২০ মিনিটের মতো সময় তাকে রাখা হয়। তার জামিন চেয়ে করার আবেদনের শুনানী শেষে তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন। তবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোন আবেদন করা হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এ সিদ্বান্ত নেয়া হয়নি। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তারা সিদ্বান্ত নেবেন। তার পক্ষের আইনজীবী বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম ও এ্যাড লস্কর নুরুল হক বলেন, সাবেক প্রতিমন্ত্রীর জামিন আবেদনে শতাধিক আইনজীবী স্বাক্ষর করেছি। তাকে জামিন না দিলেও কারাগারে যেন ডিভিশন দেয়া হয় সেই আবেদনও করা হয়েছে।
জিআরও বলেন, ডিভিশনের বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে। তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

Post Comment

YOU MAY HAVE MISSED