জাহিদ ফারুক, মঈন আব্দুল্লাহ এবং সাইদুর রহমান রিন্টুকে আদালতে হাজির
নিজস্ব প্রতিবেদক ॥
হত্যা মামলার আসামী হিসেবে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুকে আদালতে হাজিরের পর পুনরায় জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী এই নির্দেশ দেন। দুপুরে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদের কে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এসব তথ্য নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার জিআরও এসআই এনামুল হক বলেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের করা পৃথক দুই মামলায় জাহিদ ফারুক ও মঈন আব্দুল্লাহ কে আদালতে হাজির করা হয়।
এছাড়াও সাবেক বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুকে ঢাকার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পড়ে বিচারক রিন্টুকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আগামী ৯ জানুয়ারি সাইদুর রহমান রিন্টুর জামিনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জিআরও এনামুল হক জানিয়েছেন।
Post Comment