Loading Now

জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনে সুগন্ধা নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত মোছলেউদ্দিন মোল্লা (৪৫) ভোলা লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলেউদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল দুই ঘণ্টা সন্ধান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বরিশাল ডুবুরি দলের সহযোগিতায় তাকে উদ্ধার করেছি। পরবর্তীতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED