জিমি কার্টারের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক
অনলাইন ডেক্স ।।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক প্রকাশ করছেন বিশ্বনেতারা।প্রায় সবাই তাকে শান্তির দূত বলে আখ্যা দিয়েছেন।
রাজা চার্লস
শোক জানিয়ে রাজা তৃতীয় চার্লস বলেন, তিনি একজন প্রতিশ্রুতিবদ্ধ জনগণের সেবক ছিলেন। শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।
জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘জিমি কার্টার দয়া, উদারতা, সহানুভূতি ও কঠোর পরিশ্রমের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি সারাজীবন যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্বের জন্য কাজ করে গেছেন। তিনি এভাবেই কাজ করতে ভালোবাসতেন।’
নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জিমি কার্টারকে শান্তি ও সংলাপের প্রমাণিত ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শান্তির প্রতি তার একাগ্রতা সারাবিশ্বে ছাপ ফেলেছে।
ইমানুয়েল ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের অধিকার আর শান্তির পক্ষে জীবনভর অবিচল ও অক্লান্তভাবে কাজ করেছেন জিমি কার্টার। তার পরিবার ও আমেরিকার জনগণের প্রতি ফ্রান্সের মানুষের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
আবদেল ফাত্তাহ আল সিসি
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, ‘মিসর ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনে জিমি কার্টারের উল্লেখযোগ্য ভূমিকা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তার কাজ আসলে ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের বড় উদাহরণ।’
অ্যান্থনি অ্যালবানিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, প্রেসিডেন্ট কার্টার অত্যন্ত বিনয়ের সঙ্গে উল্লেখযোগ্য লিগ্যাসি রেখে গেছেন। তার কাজে বহু মানুষের জীবনে পরিবর্তন এসেছে।
রাউল মুলিনো
পানামার প্রেসিডেন্ট রাউল মুলিনো বলেছেন, ১৯৭৭ সালে পানামার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কার্টার। তার কারণেই পানামা খাল এখন পানামবাসীদের কাছে। এর মাধ্যমেই পানামা তার সার্বভৌমত্ব ফিরে পেয়েছে।
Post Comment