Loading Now

জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ইকবাল করিম ভূঁইয়া

অনলাইন ডেক্স ।।

গুম ও হত্যার ঘটনায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়াির) আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল।

পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।

 

তিনি তার বক্তব্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ইতিমধ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দেওয়া জবানবন্দি পড়ে শোনান।

তামিম বলেন, “তদন্ত সংস্থার কাছে দেওয়া সাবেক সেনাপ্রধানের জবানবন্দি থেকে চিফ প্রসিকিউটর উদ্ধৃত করেছেন। তিনি ট্রাইব্যুনালে শারীরিকভাবে এসে সাক্ষ্য দেবেন এ মামলায়।”

জিয়াউল আহসান মামলাটিতে একমাত্র আসামি।

এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে ১৪ জানুয়ারি আদেশ দেবে ট্রাইব্যুনাল।

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে গত ১৭ ই ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।

সূত্র: বিবিসি বাংলা

Post Comment

YOU MAY HAVE MISSED