Loading Now

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে মিছিল

নিজস্ব প্রতিবেদক ।।

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, সারাদেশে মব সন্ত্রাস – নারী নির্যাতন এবং সাম্রাজ্যবাদী অপতৎপরতা বন্ধের দাবিতে আজ সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশর সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সংগ্রামী সদস্য কমরেড দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ উজিরপুর উপজেলার সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, রিকশা শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রিয়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, রেফকো ফার্মাসিউটিক্যাল শ্রমিক ইউনিয়ন(রেজি:বরিশাল ৫৩) এর সভাপতি আব্দুল মজিদ হাওলাদার, পদ্মা ব্লোয়িন শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজী, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়ন(রেজি: বরিশাল ৪৮) এর সভাপতি মাসুম গাজী,ইজিবাইক সংগ্রাম পরিষদ দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত বছর ৫ ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয় । দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় দেশের ছাত্র জনতার আত্মত্যাগে এবং দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ করেন। নেতৃবৃন্দ বলেন, অভ্যূত্থানের যে আকাঙ্ক্ষা ছিল অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরে সেই পথে যাত্রা শুরু করতে ব্যার্থ হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বাসার পর প্রধান দায়িত্ব ছিল জুলাই আগস্টের যারা এই গণহত্যার সাথে যুক্ত ছিল, যারা এই গনহত্যা সংগঠিত করছে তাদের বিচার দৃশ্যমান করা কিন্তু গত এক বছরে সেই বিচার আমরা দেখতি পাইনি। অথচ আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যার বিচার না করে বিভিন্ন ধরনের বিদেশিদের সাথে দেশ বিরোধী চুক্তিতে বেশি মনোযোগী হচ্ছেন। অন্যদিকে গত এক বছরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। সারাদেশে মব সন্ত্রাস, নারী নির্যাতন, খুন ধর্ষণ সাম্প্রদায়িকতার ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি জুলাইয়ে প্রকৃত চেতনার বিপরীতে গিয়ে জুলাইকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাড় করিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কথার ছলচাতুরীতে সংবিধানের মূল নীতিকে বাদ নেওয়ার অপচেষ্টাও আমরা লক্ষ করি। কিন্তু আমরা দৃঢ়তার সাথে বলতে মুক্তিযুদ্ধের চেতনা আজকে বাস্তবায়িত হয়নি বলেই দেশে বার বার গণঅভ্যুত্থান সংগঠিত হচ্ছে। তাই অবিলম্বে মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি দাড় করানোর পায়তারা বন্ধ করতে হবে অন্যথায় দেশের সাধারণ মানুষ এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে । নেতৃবৃন্দ বলেন, গনতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের জন্য দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব তাই নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি করেন।

নেতৃবৃন্দ আরো বলেন, প্রকৃতভাবে জুলাইয়ে চেতনায় একটি বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ করতে হলে শুধু মাত্র সরকার নয় এই পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং একটি শোষণহীন রাষ্ট্র কাঠামো অর্থাৎ একটি শ্রমিক শ্রেনীর রাষ্ট্র – একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা দিকে আমাদের ধাবিত হতে হবে।সমানের দিনে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থায় জন্য সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানান। সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED