Loading Now

জেন্ডার ভিত্তিক সহিংসতা দূরীকরণে সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক ।।

জেন্ডার ভিত্তিক সহিংসতা দূরীকরণে সচেতনতা বৃদ্ধি মূলক বিষয়ক প্রশিক্ষণ দিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে। এস ইউ ভিওর ও উইমেন পসিবিলিটিসের আয়োজনে এবং সামাজিক উন্নয়ন সংস্থা শুভর সহযোগিতায় বুধবার ১৩ আগস্ট সকাল সাড়ে ৯ টায় সেইন্ট বাংলাদেশের সভা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন শুভর নির্বাহী পরিচালক হাচিনা বেগম নীলা। সারাদিন ব্যাপী প্রশিক্ষণে জেন্ডার ভিত্তিক সহিংসতা দূরীকরণে সচেতনতা বৃদ্ধি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিদ্যমান কৌশলগুলো পুনর্বিবেচনা ও শক্তিশালী করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।

পাশাপাশি পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ সংশোধন এবং কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়াও প্রশিক্ষণে বলা হয় নারী- পুরুষ ও মেয়েদের সুরক্ষার জন্য আইনের যথাযথ প্রয়োগই একমাত্র পথ। জনসমাগমস্থলে হয়রানির সুনির্দিষ্ট সংজ্ঞা ও ধরন নির্ধারণ করা জরুরি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাদের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগাতে হবে। এর জন্য রাষ্ট্রের আন্তরিক প্রতিশ্রুতি অপরিহার্য।

আরও বলা হয়, সমাজে লিঙ্গ সমতা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিকর মনোভাব ও আচরণ চিহ্নিত করে প্রতিরোধ করতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক ভাষা ও আচরণ চিহ্নিত করতে ধারনা প্রধান করা। এমনকি ভুক্তভোগীরা সহায়তা এবং ন্যায়বিচার কিভাবে পাবে সে বিষয় প্রশিক্ষণে আলোচনা করা হয়।

এদিকে জেন্ডার ও জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, মনোভাব পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি,
ক্ষমতায়ন, সেবাপ্রদানকারীদের প্রশিক্ষণ,
প্রতিরোধমূলক ব্যবস্থা, আইনি অধিকার এবং আইনি পথে ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া, বিষয় নিয়ে প্রশিক্ষণার্থীদের ধারনা দেয়া হয়।

 

 

Post Comment

YOU MAY HAVE MISSED