জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা বুধবার প্রকাশ করা হয়েছে। এতে বিএনপির তিনজনই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-মুজিবুর রহমান নান্টু, আলী হায়দার বাবুল, এসএম সাদিকুর রহমান লিংকন। সহ সভাপতি পদে অসীম কুমার বাড়ৈ, তারিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে তিনজন হলেন-সালাউদ্দিন মাসুম, মির্জা মোহাম্মদ রিয়াজ হোসেন, আজাদ হোসেন, অর্থ সম্পাদক পদে ফরিদ উদ্দিন, আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক পদে মনির হোসেন, রুহুল আমিন খায়ের, বিউটি সুলতানা, আব্দুর রহমান চোকদার। নির্বাহী সদস্য পদে ৬ জন হলেন-কাজী মাহমুদা, মোহাম্মদ আজাদ, মতিউর রহমান সেন্টু, রিয়াজুল হক, আবুল খায়ের রতন, মোহাম্মদ হেমায়েত উদ্দিন।
আগামী ১৩ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করছে। মোট ভোটার এক হাজার ২১ জন।
Post Comment