Loading Now

জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা: সভাপতির কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আইনজীবীরা সমিতির মূল ভবনে সাধারণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মন্টু। সেখানে ঘোষনা করা হয় আজ বুধবার থেকে সভাপতির দায়িত্ব পালন করবেন নাজিম উদ্দীন আলম খান পান্না। গতকালের সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর আদালতের পিপি ও আইনজীবী ফোরামের সভাপতি নাজিম উদ্দীন আলম খান পান্না, মোখলেছুর রহমান বাচ্চু,আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন, সাবেক সভাপতি মজিবর রহমান, আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মাসউদ,সিনিয়র আইনজীবী এসএম আব্দুল্লাহ, কাজি বশির উদ্দীন, সৈয়দ মাসুম রেজা, হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, অসীম কুমার বাড়ৈ, মাহমুদ হোসাইন আল মামুন। সাধারণ সভা শেষে আইনজীবীরা সভাপতি সাইদুর রহমান লিংকনের কক্ষে তালা লাগিয়ে চেয়ার বের আনেন।

পরে নাজিম উদ্দীন আলম পান্না কে ২০২৬-২৭ সালের নির্বাচন কমিটির আহবায়ক করা হয়। আজ বুধবার থেকে নাজিম উদ্দীন আলম পান্না সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানান মহসিন মন্টু। অপরদিকে বর্তমান সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, সব ঠিক হয়ে গেছে। আমাদের মধ্যে কোন বিরোধ নেই। আজ বুধবার সকালে নাজিম উদ্দীন আলম পান্না কে সভাপতির চেয়ারে বসানো হবে বলে জানান আইনজীবী মহসিন মন্টু।

Post Comment

YOU MAY HAVE MISSED