Loading Now

জেল হাজতে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর বাহার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাসহ চারটি মামলা রয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাহার হাজির হলে বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী চারটি মামলায়ই জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে ৫ আগষ্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান বিসিসির সাবেক এই কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা। তিনি জুলাইয়ে বিসিসির প্যানেল মেয়র নির্বাচিত হলে ঐ সময় ছাত্র আন্দোলন দমনে ব্যাপক তান্ডব চালান।পরে আগষ্টের মামলা হলে ১ মাসের অন্তর্বতি জামিন নেন হাইকোর্ট থেকে। কিন্তু তারপর তিনি আর নিম্ন আদালতে হাজির হননি।

Post Comment

YOU MAY HAVE MISSED