Loading Now

জ্বালানি তেলের দাম নির্ধারণ

 

অনলাইন ডেক্স ।।

এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম কার্যকর হবে ১ এপ্রিল থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অপরিবর্তিত রেখে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য হবে- ডিজেল প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১০৫ টাকা, অকটেন প্রতি লিটার ১২৬ টাকা ও পেট্রোল প্রতি লিটার ১২২ টাকা।

Post Comment

YOU MAY HAVE MISSED