Loading Now

ঝালকাঠিতে কুকুর-বিড়ালের আতঙ্ক: একদিনে আক্রমণের হার শতাধিক!

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠিতে এক দিনে কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ প্রায় শতজন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে ২৮ জন ছিলেন শিশু, বাকিরা যুবক ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে কুকুরের কামড়ে ১০ জন ও বিড়ালের কামড় ও আঁচড়ে ৭০ জন আহত হয়েছেন। সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতালে বিনামূল্যে র‌্যাবিক্স-ভি সি ভ্যাকসিন দেওয়া হলেও র‌্যাবিক্স-আইজি না থাকায় তা বাইরে থেকে কিনতে হয়েছে।

নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরণ গ্রামের রিফাত (১৮) বলেন, ঘরের ভেতরে ঢোকার সময় কুকুরের গায়ে ভুলবশত পা পড়ে গেলে কুকুরটি আমাকে কামড়ে দেয়। হাসপাতালে র‌্যাবিক্স-ভি সি ভ্যাকসিন বিনামূল্যে পেলেও র‌্যাবিক্স-আইজি দুইটি ভায়াল কিনতে হয়েছে ১ হাজার ৯৬০ টাকায়।

সদর উপজেলার রামপুর এলাকার রেনু বেগম (৫০) জানান, বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কুকুর কামড় দেয়। একটি ভ্যাকসিন বিনামূল্যে পেলেও বাকি দুইটি ১ হাজার ৯৬০ টাকায় কিনতে হয়েছে। এটা আমার জন্য খুব কষ্টসাধ্য ছিল। হাসপাতাল থেকে বিনামূল্যে পেলে উপকৃত হতাম।

এছাড়াও একাধিক রোগীর স্বজন অভিযোগ করেছেন, স্থানীয় ফার্মেসিতেও পর্যাপ্ত র‌্যাবিক্স-আইজি না থাকায় অন্যত্র থেকে সংগ্রহ করতে হয়েছে। প্রতি ভায়ালের দাম ৯৮০ থেকে ১ হাজার টাকার মধ্যে।

রোগীর স্বজন রেজোয়ানসহ একাধিক ব্যক্তি হাসপাতালে র‌্যাবিক্স-আইজি ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রাখার দাবি জানান।

সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের আবদুর রব মৃধা (৮০) বলেন, র‌্যাবিক্স-ভি সি ভ্যাকসিন পেয়েছি, কিন্তু অন্য ভ্যাকসিনটি শহরের দোকানে অনেক খুঁজে পরে পেয়েছি। দুইটি ভায়ালের দাম পড়েছে ১ হাজার ৯৬০ টাকা।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, আজ এখন পর্যন্ত কুকুরের কামড়ে আহত ১০ জন ও বিড়ালের কামড়-আঁচড়ে আহত ৭০ জনকে বিনামূল্যে র‌্যাবিক্স-ভি সি ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, র‌্যাবিক্স-আইজি আগে মজুত ছিল, কিন্তু হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শেষ হয়ে গেছে। ফলে রোগীদের বাইরে থেকে কিনতে হয়েছে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED