Loading Now

ঝালকাঠিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠিতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কবিরাজ বাড়ি রোডস্থ কাজী নাসির উদ্দিনের পুত্র কাজী মেহেদি হাসান নকিব (২৯) বাদী হয়ে ১৭ মে দুপুরে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেন যার নং-১০।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ মে শুক্রবার রাত একটা-দেড়টার দিকে ঝালকাঠি রোনালস রোডস্থ কাজী কম্পিউটারের প্রোপ্রাইটর কাজী সোলায়মান সুমনের স্ত্রী কাজী সানজিদা আক্তার লিসা(৩৫) ৫১/৩ কামারপট্টি রোডস্থ ৩ তলা দালানের বসত ঘরের ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানার পুলিশ। সানজিদা ও স্বামী কাজী সুমন ২ কন্যা সন্তানসহ ওই ফ্লাটে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য ঝগড়াঝাটি হয়। স্বামী সুমন ২ বাচ্চা নিয়ে পাশের রুমে রাত ১১টার পর শুয়ে পড়েন। স্ত্রী সানজিদা স্বামীর সাথে অভিমান করে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে খাটের উপরে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

কাজী সানজিদা আক্তার লিসার ভাই মেহেদি হাসান নকিব বলেন, “আমার চাচাত ভাই কাজী সোলায়মান সুমনের সাথে সম্পর্ক করে বিগত ১০ বছর পূর্বে বিবাহ হয়। তাদের বিবাহের পর থেকে আমাদের পরিবারের সাথে তেমন সু-সম্পর্ক ছিল না।আমার বোনের চার বছর ও ছয়মাস বয়সী ২জন মেয়ে সন্তান রয়েছে। আমার বোন তার স্বামী ও সন্তানসহ কামারপট্টি রোডে ভাড়া বাসায় থাকতো। ১৬ মে রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ১৭ মে অনুমান একট-দেড়টার দিকে আমার বড় বোন নুসরাত জাহান দিনা ফোন দিয়ে জানায় সানজিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৫৩/১ কামারপট্টি রোডস্থ জনৈক কবির মাস্টারের বাড়ির তয় তলায় রুমের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে মৃত্যুর খবর জানি।”

কাজী সোলায়মান সুমন বলেন, “আমার স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলছিল। সে আমাকে ডিভোর্স দেয়ার জন্য একবার কাজি অফিসেও গিয়েছিল।গত সপ্তাহে কুয়াকাটা পিকনিকে যাওয়াকে কেন্দ্র করে অভিমান করে দুজনের মধ্যে কথাবার্তা তেমন হচ্ছিল না। গতকাল রাতে স্ট্যান্ড ফ্যান পড়ে বাচ্চা ব্যাথা পেলে তা নিয়ে সামান্য কথা কাটাকাটি ও ঝগড়া হয়। মধ্য রাতে শোয়ার রুমের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।”

ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত মো: মেহেদী হাসান এই প্রতিবেদককে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করা হবে।”

Post Comment

YOU MAY HAVE MISSED