ঝালকাঠিতে ছাত্রদল সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাঈমের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
নাজমুল হাসান নাঈম ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে।
এ বিষয়ে নাঈমের দাবি, একটি চক্র এই ভিডিও দিয়ে ওই মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। আমার সঙ্গে তার ২০২১ সালে সম্পর্ক ছিল। সে মজার ছলে ভিডিওটা করেছিল। পরে একটি দোকানে মোবাইল সারতে দিয়েছিল, ওখান থেকে হয়তো ভিডিওটা ছড়িয়েছে। এটি একটি ষড়যন্ত্র।’
রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রফিক মৃধা জানান, কিছুদিন আগে ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ওই যুবক কারাগার থেকে বের হয়েছে। তবে নাঈম ছাত্রদলের কেউ না বলে দাবি তার।
Post Comment