ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে।আহত ১৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১৩ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাসদস্যরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। এর আগে ১২ এপ্রিল একই স্থানে ঢাকা টু পাথরঘাটা রুটে চলাচলকারী ইতালি পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটার কারণে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা অবস্থায় আহত যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাই। বাসের নিচে কোনো যাত্রী চাপা পড়ে আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বরিশালটাইমসকে বলেন, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১) ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৩ জন যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার গন্তব্যস্থলে চলে গেছেন।
Post Comment