Loading Now

ঝালকাঠিতে পিকনিকে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠিতে বন্ধুদের সঙ্গে রাতে পিকনিকে গিয়ে ছাদ থেকে পড়ে মো. নাফিছ (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নাফিছ ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তাঁর বাবার নাম আলাউদ্দিন, তিনি প্রবাসে আছেন।

নাফিছের মা চাম্পা বেগম বলেন, ‘রাতে বন্ধুদের সঙ্গে পিকনিকের কথা বলে সে বাসা থেকে বের হয়। পরে ভোরে পুলিশ ফোন করে জানায় নাফিছ আহত হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি ছেলের মৃতদেহ।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED