ঝালকাঠিতে বিএনপির সদস্য সচিবের গণসংযোগ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের নিরাপত্তা, উন্নয়ন, ন্যায় বিচার এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার জন্য বিএনপি একমাত্র নির্ভরযোগ্য দল সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করে চলছেন ঝালকাঠী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জননেতা এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজার,মসজিদ মাদ্রাসা, প্রতিষ্ঠান এবং বাড়ীতে বাড়ীতে গণসংযোগ করেন। বিকেল ২ টায় গণসংযোগ শুরু করে সন্ধা ৭ টা পর্যন্ত গণসংযোগ চলাকালে নেতাকর্মী সমর্থক এবং জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গিয়েছে। গণসংযোগ শেষে পিপলিতা বাজারে ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত পথ সভায় যোগদান করেন। কেওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহআলম রাজার সমন্বয়ে ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ নিজাম জোমাদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ঝালকাঠী -২ আসনের ধানের শীষের মনোনয় প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন বলেন বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দাফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সকল মানুষের অধিকার নিশ্চিত হবে, সু-বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফ ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। গণতন্ত্র এবং সকল ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে।
অন্যায় অবিচার, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আধুনিক স্বনির্ভর উন্নত বাংলাদেশ গঠিত হবে।
পথসভায় আরো বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস এম এজাজ হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুর হোসেন, সদর উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ আজিজুর রহমান বশির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লা, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হাওলাদার, বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহিম সরদার রফিক, বাসন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, ৪নং কেওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাহাদুর খান, ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ডাকুয়া, ২ নং ওয়ার্ড সভাপতি নিজাম দর্জি, সাধারণ সম্পাদক মোঃ কাইম হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের সদস্য ইয়াসির আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ বাছিদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ ইমরান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোমোঃ সাব্বির হোসেন, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আবির লস্কর।
Post Comment