Loading Now

ঝালকাঠিতে মদ পানে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠিতে অতিরিক্ত মদ পানে সুমন হাওলাদার (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের পুরাতন কলেজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমন হাওলাদার শহরের কালি বাড়ি রোডের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন হাওলাদার অতিরিক্ত মদ পান করে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া বলা যায় না আসলে কি কারণে তার মৃত্যু হয়েছে।

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হবে কিনা সে বিষয়ে পরে জানানো হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED