Loading Now

ঝালকাঠিতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমভি মিতালি-৫ এর সঙ্গে ধাক্কা লেগে মাছ ধরা নৌকা ডুবে গেছে। এতে ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখনও শিশুটির কোনো খোঁজ মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে রায়হান মল্লিক (৯) প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে গিয়েছিল। জাল ফেলার পর তারা নদীতে অপেক্ষা করছিল, ঠিক সে সময় ঢাকা থেকে আসা এম ভি মিতালি-৫ লঞ্চ ধাক্কা দিলে নৌকাটি মুহূর্তেই ডুবে যায়।

বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও শিশু রায়হান তলিয়ে যায়।
দুর্ঘটনার পর থেকে শিশুটির এখনও খোঁজ না পাওয়ায় তার বাবা মোহাম্মদ আলী মল্লিক ও মা নদীর তীরে আহাজারি করছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED