ঝালকাঠিতে শিক্ষার্থীকে চাকু মেরে হত্যার চেষ্টা, থানায় মামলা
ঝালকাঠি প্রতিনিধি ॥
সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের খাজুরা গ্রামে পুর্ব শত্রুতার জেরে চাকু মেরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সত্তরঞ্জন ডাকুয়ার পুত্র সৌরভ ডাকুয়া (১২) কে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সোমবার (৩ ফেব্রুয়ারি) ঝালকাঠি সদর থানায় ভুক্তভোগীর পিতা খাজুরা গ্রামের সত্তরঞ্জন ডাকুয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তাং: ০৩/০২/২০২৫)।
মামলার আসামীরা হলেন, খাজুরা গ্রামের গোপাল দাসের পুত্র মিঠুন দাস (কালু), মৃত নারায়ন দাসের পুত্র গোপাল দাস, গোপাল দাসের স্ত্রী অরুনী দাস। মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে খোরদোবড়াহরের আয়নামতির বাগানে সত্তরঞ্জন ডাকুয়ার পুত্র সৌরভ-কে পেয়ারা পারার কথা বলে ডেকে নিয়ে চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটে স্টেপ করে ভুরি বের করে ফেলে। পরে রক্তাক্ত জখম অবস্থায় পেয়ারা বাগানের মধ্যে দুর্বৃত্তরা ফেলে যায়। একই গ্রামের সুখ রঞ্জন হালদারের পুত্র সঞ্জয় হালদার (সুশান্ত) ঘটনাটি টের পেয়ে রক্তাক্ত মৃত্যুমুখী সৌরভ-কে উদ্ধার করে অন্যান্যদের সহযোগিতায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার সুচিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি নেন।
মামলায় আরো উল্লেখ করা হয়, প্রতিপক্ষগন এলাকায় নানারকম অপকর্ম চালিয়ে যাওয়ায় উহার প্রতিবাদ জানালে সত্তরঞ্জন ডাকুয়ার উপর ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে হত্যার চেষ্টা চালায়।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ঘটনাটি আমি শুনে তাৎক্ষনিক চিকিৎসা গ্রহনের পরামর্শ প্রদান করি। ঝালকাঠি থানায় ভুক্তভোগীর পিতা একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Post Comment