Loading Now

ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১৩ পর্যবেক্ষককে অব্যাহতি

ঝালকাঠি প্রতিনিধি ।।

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠিতে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে একজন কেন্দ্র সচিবসহ ১৩ জন পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও তাতে সহযোগীতার দায়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলার নলছিটি উপজেলার ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয়ে চারজন পরীক্ষার্থী ও আটজন শিক্ষক, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুজন পরীক্ষার্থী, কাঠালিয়া সদর ফাজিল মাদরাসায় একজন পরীক্ষার্থী ও দুজন শিক্ষক, আমুয়া চাঁদমিয়া ফাযিল মাদরাসায় তিনজন পরীক্ষার্থী ও তিনজন শিক্ষক এবং রাজাপুর উপজেলায় রাজাপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED