Loading Now

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

নিজস্ব প্রতিবেদক ।।

শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো জন্মলগ্ন থেকেই নানাবিধ বৈষম্যের শিকার। তীব্র শিক্ষক সংকট, ন্যূনতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এই সমস্যা সমাধানে ৮টি দাবি জানিয়েছেন তারা।

সেগুলো হলো- শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান করতে হবে। ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ দিতে হবে। ক্যাম্পাসে বরাদ্দ বাড়াতে হবে। ৩ মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান করতে হবে।

সেমিস্টার ও রিটেক ফি কমাতে হবে। শতভাগ আবাসন প্রদান করতে হবে। ৬ মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করতে হবে। ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে। শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে না নেয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

Post Comment

YOU MAY HAVE MISSED