Loading Now

ডাস্টবিনের ভিতর থেকে মানবদেহের আর এক খন্ডিত অংশ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক ॥

নগরীর কাশিপুরের পশ্চিম ইছাকাঠী এলাকার পুকুর পাড়ে থাকা ডাস্টবিনের ভিতর থেকে মানবদেহের আরো একটি খন্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত দুদিনে মানবদেহের বিভিন্ন স্থানের ৬টি টুকরো উদ্ধার করা হলো। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, সোমবার (২৭ জানুয়ারী) স্থানীয় এক বাসিন্দা ওই ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে পলিথিনে পেচানো অবস্থায় কিছু একটা দেখতে পায়। পরবর্তীতে অন্যান্যদের সাথে নিয়ে পলিথিন খুলে দেখতে পান তাও মানবদেহের অংশবিশেষ।

এরপর পুলিশে খবর দেয়। পুলিশ পাঠিয়ে তা উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে ওই অংশগুলো একই মানুষের কিনা। নিখোঁজের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এর পূর্বে গত রবিবার দিনভর দুটি পুকুরে অভিযান চালিয়ে হাত-পা ও কলিজাসহ মানবদেহের পাঁচ টুকরো উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED