Loading Now

ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক ।।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ (১০ জানুয়ারি) শুক্রবার সকালে জেলা প্রশাসন বরিশাল ও ফরমার ক্রিকেটার্স ক্লাব বরিশাল এর আয়োজনে জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর সহযোগিতায় জেলা আউটার স্টেডিয়ামে বরিশাল ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিচালক ক্রীড়া পরিদপ্তর ঢাকা মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসানসহ আরও অনেক।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলাম। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। পরে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ১২ টিম অংশগ্রহণ করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED