ডেঙ্গু: বরিশালে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে করে বরিশাল বিভাগে এ বছর ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হলো। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জন রোগী বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে যাওয়া ওই ব্যক্তি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা মো. গোলাম ফারুক (৫৭)। তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জনের মৃত্যু হলো।
এছাড়া বরগুনায় তিনজন, পিরোজপুরে তিনজন এবং ভোলা ও পটুয়াখালীতে দুইজন করে মারা গেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, ছয়টি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ছয় হাজার ১২৬ জন সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩২২ জন রোগী।
Post Comment