ডেঙ্গু: শেবাচিমে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার দুই বাসিন্দা মারা গেছেন। তাদের একজন নারী (৩৬)। অপরজন, পুরুষ (৪০)। শনিবার (১২ এপ্রিল) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো এক বিজ্ঞপ্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ২০২১ সালে বরিশালে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। তখন আক্রান্তদের বরিশালের বাইরে ভ্রমণের ইতিহাস থাকতো। কিন্তু এখন প্রায় শতভাগ রোগী স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন। কারণ, ডেঙ্গুবাহী এডিস মশা পুরো বরিশাল বিভাগজুড়ে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, বরিশালে স্বাস্থ্য বিভাগের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও ব্যক্তিগত সচেতনতা ছাড়া এটা সম্ভব নয়।
বর্তমানে ডেঙ্গু রোগীদের অধিকাংশই আসছেন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বলে জানান তিনি।
Post Comment