ঢাকা থেকে আ’লীগ নেতা খান মামুন আটক
সুমাইয়া জিসান ।।
বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক খান মামুন কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ২০ মে সকাল সাড়ে ৭ টার দিকে উওরায় খান মামুনের নিজের বাসা থেকেই তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।বিষয়টি মামুনের সহধর্মিণী মিসেস লাইজু খান দখিনের প্রতিবেদন কে নিশ্চিত করেছেন।তিনি জানান,সকালে ডিবি পুলিশের একটি দল এসে মামুনকে নিয়ে যায়।তিনি বর্তমানে উওরা থানা পুলিশের হেফাজতে আছেন।
ওদিকে বরিশাল মহানগর পুলিশের একটি সুত্র জানায় খান মামুনকে বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় শোন এরেস্ট দেখানো হবে।
মাহমুদুল হক খান মামুন বরিশাল মহানগর আওয়ামীলীগের একটি গ্রুপের অন্যতম প্রধান নেতা ছিলেন। সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও পরে সিটি মেয়র খোকন সেরনিয়াবাত এর সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে আত্মগোপনে চলে যান খান মামুন। বরিশাল বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের দায়ের করা পৃথক দুটি মামলার কোনটারই নামধারী আসামী নন তিনি।
Post Comment