Loading Now

তথ্য অফিস: তারুণ্যের উৎসব উপলক্ষে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান

 

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। কাশীপুর বাজার, বেলস পার্ক, ত্রিশ গোডাউন চত্বরসহ নগরীর বিভিন্নস্থানে এ ভ্রাম্যমাণ সঙ্গীত পরিবেশন করা হয়।

সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক, রণসঙ্গীত, ফোক ও আধুনিক গান পরিবেশন করা হয়। বিশেষত জুলাই বিপ্লবের পটভূমিকায় জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পীরা। এসময় জুলাই বিপ্লবের পটভূমি ও এর প্রভাব এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের গৃহীত সংস্থার পরিকল্পনায় সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করা হয়। বৈষম্য, অনিয়ম, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে অনুরোধ করা হয়।

এছাড়াও সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও মূল্যবোধ সমুন্নত রাখতে বিষয়ভিত্তিক গানও পরিবেশন করা হয়।

এসময় বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, সহকারী তথ্য অফিসার লেলিন বালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED