তথ্য অফিস: তারুণ্যের উৎসব উপলক্ষে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। কাশীপুর বাজার, বেলস পার্ক, ত্রিশ গোডাউন চত্বরসহ নগরীর বিভিন্নস্থানে এ ভ্রাম্যমাণ সঙ্গীত পরিবেশন করা হয়।
সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক, রণসঙ্গীত, ফোক ও আধুনিক গান পরিবেশন করা হয়। বিশেষত জুলাই বিপ্লবের পটভূমিকায় জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পীরা। এসময় জুলাই বিপ্লবের পটভূমি ও এর প্রভাব এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের গৃহীত সংস্থার পরিকল্পনায় সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করা হয়। বৈষম্য, অনিয়ম, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে অনুরোধ করা হয়।
এছাড়াও সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও মূল্যবোধ সমুন্নত রাখতে বিষয়ভিত্তিক গানও পরিবেশন করা হয়।
এসময় বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, সহকারী তথ্য অফিসার লেলিন বালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Post Comment