Loading Now

তরুণদের কী প্রেরণাদায়ক বার্তা দিয়েছেন নাহিদ, জানালেন মহিউদ্দিন রনি

 

অনলাইন ডেক্স ।।

বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা ঘটালেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি সরকারি গাড়ি, বাসভবন, অর্থ ও ক্ষমতা ছাড়িয়ে জনতার কাতারে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেন, যা তার দেশের প্রতি গভীর ভালবাসা এবং নির্লোভতার প্রকাশ বলে দাবি করেছেন প্রখ্যাত এক্টিভিস্ট মহিউদ্দিন রনি।

স্বনামধন্য এই সমাজকর্মী, তার ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনা উল্লেখ করে বলেন, “তরুণদের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।” তিনি নাহিদ ইসলামের এই সিদ্ধান্তকে একটি অনুপ্রেরণারূপে দেখেছেন এবং বলেছেন, এই ঘটনা বাংলাদেশের তরুণ সমাজের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলামের এই পদক্ষেপ দেশের জনগণের প্রতি তার সহানুভূতি ও দায়বদ্ধতার এক চমৎকার উদাহরণ, যা দেশের উন্নয়ন ও সামগ্রিক কল্যাণে তাঁর গভীর আগ্রহকে স্পষ্টভাবে তুলে ধরে।

Post Comment

YOU MAY HAVE MISSED