Loading Now

তামান্নার আইটেম গান ‘নাশা’ শোরগোল ফেলে দিয়েছে বিনোদন দুনিয়ায়

বিনোদন ডেক্স ।।

ভারতের রূপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও হাজির হয়েছেন নতুন এক আইটেম গানে। গ্ল্যামার ও রূপের মিশেলে যিনি দর্শকদের নজর কাড়ছেন একের পর এক পারফরম্যান্সে, এবারও ব্যতিক্রম হয়নি।

‘রেইড-২’ সিনেমার জন্য নির্মিত ‘নাশা’ শিরোনামের এই আইটেম গানটি মুক্তি পেয়েছে ১১ এপ্রিল, টি-সিরিজের ইউটিউব চ্যানেলে। গানটি প্রকাশের পর মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই এটি পেরিয়ে গেছে ২০ লাখ ভিউ।

গানের আগে থেকেই সামাজিক মাধ্যমে তামান্নার একটি ক্লিপ ভাইরাল হয়ে যায়। সোনালি পোশাকে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিমায় দাঁড়িয়ে তামান্না, আর পেছনে ব্যাকআপ ড্যান্সারদের নাচ—এই দৃশ্যই নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দেয় কয়েকগুণ।

এই ‘নাশা’ গানটি জায়গা করে নিচ্ছে রাজকুমার গুপ্ত পরিচালিত আসন্ন সিনেমা ‘রেইড-২’-এ। সিনেমাটি মুক্তি পাবে ১ মে, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার অজয় দেবগনকে। উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইড’ সিনেমার সিক্যুয়েল হিসেবেই আসছে এই নতুন ছবি।

তামান্নার এই নতুন গানে তার স্টাইল ও পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। সিনেমার পাশাপাশি গানটি নিয়েও ভক্তদের মধ্যে উৎসাহের কমতি নেই।

Post Comment

YOU MAY HAVE MISSED