তামিমকে থাইল্যান্ড নেওয়ার পরিকল্পনা!
স্পোর্টস ডেক্স ।।
গতকাল ইফতারের পরই সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। এ দিন সকাল থেকে তামিম নিজেই চাচ্ছিলেন ঢাকায় চলে আসতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, যদি আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তবে তামিমকে দেশের বাইরেও নেওয়া হতে পারে। এর মধ্যে থাইল্যান্ড নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানও জানিয়েছেন সে কথা। বিপিএলে তামিমের নেতৃত্বেই পর পর দুটি ট্রফি জিতেছে বরিশাল।
সংবাদমাধ্যমকে থাইল্যান্ড নেওয়া প্রসঙ্গ মিজান বলেন, ‘থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। অবশ্যই ইনশা আল্লাহ আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন, এখন বলা যাচ্ছে না। সবার কাছে অনুরোধ করছি, বাংলাদেশের সকল মানুষের কাছে অনুরোধ করছি, তামিমের জন্য দোয়া করবেন।’
তামিমের হার্ট অ্যাটাকের বড় একটি কারণ পানি স্বল্পতা। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান মিজানুর রহমান। তিনি বলে, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।’
Post Comment