Loading Now

তামিমের পর সাজঘরে মিরাজ

স্পোর্টস ডেক্স ।।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাঁচা-মরার ম্যাচে মাঠে নেমেছ বাংলাদেশ। ভারতের কাছে প্রথম ম্যাচে হারায় টুর্নামেন্টে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের। কিউইদের বিপক্ষে এ ম্যাচে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মাঠে নেমেছে লাল-সবুজের দল। টসে হেরে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ, তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে সতর্ক শুরুই করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নবম ওভারে মাইকেল ব্র্যাসওয়েলের বলে কেইন উইলিয়ামসনের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তামিমকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকার ও তানজিম সাকিবের বদলে দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। সৌম্য না থাকায় আজ ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছেন অধিনায়ক শান্ত। দুজন মিলে কিউই পেসারদের বিপক্ষে শুরুটা করেছিলেন দারুণ।

নিউজিল্যান্ডের বোলারদের দেখেশুনে খেলে রান তুলছিলেন এ দুজন। তবে নবম ওভারে নবম ওভারে ব্যর্থ হন তামিম। ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। আউট হওয়ার আগে ২৪ রান করেছেন তিনি। এদিকে তামিম ফেরার পর ক্রিজে শান্তর সঙ্গী হন মেহেদী মিরাজ।

ভারতের বিপক্ষে ম্যাচে মিরাজ খেলেছিলেন চার নম্বরে। তবে আজ তিন নম্বরেই ব্যাট করেছেন তিনি। তিনে খেলতে নেমে নিজেকে মেলে ধরতে পারেননি টাইগার এই অলরাউন্ডার। শান্তর সঙ্গে জুটিতে স্কোরবোর্ডে ১৯ রান তুলে উইল ওরুর্কের বলে মিচেল স্যান্টনারের ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে। আউট হওয়ার আগে করেছেন ১৩ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান।

Post Comment

YOU MAY HAVE MISSED