তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে আজ ১ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসন বরিশাল এর বাস্তবায়নে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ফারজানা ইসলাম, আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজংসহ অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসান, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলাম, খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ বনাম হিজলা সরকারী ডিগ্রি কলেজ। মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই টুর্নামেন্টে।



Post Comment