তারেক রহমানের সংবর্ধনায় সকলকে অংশগ্রহণের আহ্বান বিএনপি নেতা রহমাতুল্লাহর
নিজস্ব প্রতিবেদক ।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এক বিবৃতিতে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা কেবল বিএনপির নয়, গণতন্ত্রকামী সকল মানুষের জন্য একটি আনন্দ ও আশার বার্তা। তিনি মনে করেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, এই সংবর্ধনা কোনো দলীয় সীমারেখায় আবদ্ধ নয়। গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারে বিশ্বাসী সকল শ্রেণি-পেশার মানুষকে এতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, জনগণের ঐক্যই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই বিভেদ ভুলে সবাইকে এক কাতারে এসে এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তোলার আহ্বান জানান তিনি।
ভিডিও বার্তায় তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হবে এবং এর মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আরও সুগম হবে।ো



Post Comment