Loading Now

তালাক দেওয়া স্ত্রীকে অপহরণ, স্বামীসহ চার জনের বিরুদ্ধে মামলা

 

নিজস্ব প্রতিবেদক ॥

তালাক দেওয়া স্ত্রীকে অপহরণ করায় স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতয়ালী থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এজাহার করার এবং ভিকটিমকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছে ভিকটিমের স্বামী বাদশা মোল্লা, শাহজালাল মোল্লা। এদের সবার ঠিকানা বরিশাল নগরের কলেজ এভিনিউতে।

 

এছাড়া ঝালকাঠির মোঃ আলাউদ্দিন ও বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের মোহাম্মদ রাহাত। নগরের হাতেম আলী কলেজ এলাকার নয়ন বেগম মামলায় উল্লেখ করেন বাদির স্বামী নেশাখোর হওয়ায় স্ত্রী স্বামীকে তালাক দিয়ে দেয়। সৌদি আরবে যাবার জন্য টিটিসিতে কাগজপত্র ঠিক করতে গেলে বাদির সাবেক স্বামী স্ত্রীকে অপহরন করে নিয়ে যায়।

 

এসময় বাদীর কাছে থাকা সমিতির এক লক্ষ ত্রিশ হাজার সহ বাঁদিকে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মামলা টি আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন।

Post Comment

YOU MAY HAVE MISSED