Loading Now

তিন মিনিটের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারলো না ২ শিক্ষার্থী

 

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের তিন মিনিট পর কেন্দ্রে উপস্থিত হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। শনিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে। বাকি বিল্লাহ ও নিলয় হোসাইন কাইউম নামে ওই দুই শিক্ষার্থী জানান, তিন মিনিট দেরি করে কেন্দ্রে পৌঁছালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীরা তাদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেননি। শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের জন্য বারবার অনুরোধ জানালেও কর্তৃপক্ষ নিয়মের কথা উল্লেখ করে তাদের প্রবেশে বাধা দেয়।

 

পরীক্ষায় বসতে না পারা শিক্ষার্থী নিলয় হোসাইন বলেন, ‘সকালেই বাড়ি থেকে বের হয়েছিলাম। কিন্তু গৌরনদীতে যানজটের কারণে গাড়ি প্রায় ৩০ মিনিট থেমে ছিল। এ কারণে মাত্র তিন মিনিট দেরি হলো। এত অল্প সময়ের জন্য পরীক্ষায় বসতে না পারায় আমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল।

এ বিষয়ে কেন্দ্রের সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, পরীক্ষা সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্যই আমরা নির্ধারিত সময়ের পর কাউকে কেন্দ্রে ঢুকতে দেই না। শিক্ষার্থীদের সমস্যাগুলি আমরা বুঝি, তবে নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টায় পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষার্থীদের অবশ্যই তার আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED