Loading Now

তীব্র শীতে বরিশালে ভিড় বেড়েছে কাপড়ের দোকানে

নিজস্ব প্রতিবেদক ।।

ঘন কুয়াশা ও হিম বাতাসের কারণে তীব্র শীতে কাবু বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ। তাই শীতের তীব্রতার থেকে বাঁচতে বরিশালে ফুটপাতে বসা শীতের পোশাকের দোকানের কদর বেড়েছে অনেকটা। সব শ্রেনীর মানুষ ভীড় করছেন সিটি কর্পোরেশনের সামনে জেলা পরিষদের পুকুর পাড় ঘিরে বসা অস্থায়ী শীতের পোষাক বিক্রির দোকানগুলোতে। বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা হয়েছে।

এদিকে, এই হাড় কাঁপানো শীত যেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে। শুধু তাই নয়, শিশু ও বয়স্ক মানুষও পড়েছেন বিপাকে। হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা তাদের। শীত থেকে বাঁচতে অনেকেই খোলা জায়গায় আগুন জ্বালিয়ে বা পর্যাপ্ত গরম কাপড় পরিধান করে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন।

তবে প্রচণ্ড শীতের কাছে এসব উদ্যোগ অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ছে, ফলে দিনমজুর ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাই শীতের তীব্রতার থেকে একটু দূরে থাকার জন্য বরিশালে ফুটপাতে বসা শীতের পোশাকের কদর বেড়েছে অনেকটা।

নতুন পোশাকের দোকানের চেয়ে পুরোনো কাপড়ের দোকানগুলোতেই ক্রেতার ভিড় বেশি দেখা যাচ্ছে। অবসারপ্রাপ্ত এক অবহাওয়াবিদ বলেন, বছর শেষে দিকে বরিশাল শহর সহ গোটা দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি। তবে বিগত বছরের চেয়ে এবছর শীত একটু বেশি পড়বে বলে তিনি ধারনা করছেন। তিনি আরো বলেন, শুরুতে শীতের আমেজ না থাকলেও হঠাৎ শীত বাড়ায় নগরীজুড়ে গরম কাপড়ের বাজারগুলোতে বেচা কেনা জমে উঠেছে। নগরীর অভিজাত মার্কেটগুলোর পাশাপাশি ফুটপাতেও সমানতালে চলছে গরম কাপড়ের বিকিকিনি।

শনিবার সরজমিনে দেখা গেছে, তীব্র শীত থেকে কিছুটা বাঁচার জন্য শীতের পোশাক কিনতে সব শ্রেনীর মানুষ ভীড় করছেন বরিশাল সিটি কর্পোরেশনের সামনে জেলা পরিষদের পুকুর পাড় ঘিরে বসা অস্থায়ী শীতের পোষাক বিক্রির দোকান গুলোতে। বিশেষ করে বরিশালের ফুটপাতের দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা হয়েছে। সিটি কর্পোরেশনের সামনে অস্থানীয় দোকানগুলোতে উপচেপড়া ভীড় ক্রেতাদের।

পোষাক বিক্রেতারা বলছেন, প্রতিবছরের মতো এবছরও কমদামে দেশি বিদেশী পুরানো পোষাক বিক্রি করছেন তারা। ৫০ টাকা থেকে ২শ’ টাকার মধ্যে কাপড় কিনতে পারেন ক্রেতারা। তাই এই মাকের্টে ক্রেতাদের ভীড় থাকে। বেচাকেনা আগের চেয়ে একটু ভালো রয়েছে এবছর।

দেখা গেছে, ঘর-বাড়ি না থাকা মানুষগুলো লঞ্চঘাট অথবা বাসর্টামিনালের রাত যাপন করছেন। শুধু তাই নয় তাদের মত অনেকেই শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এ বছর কোন সংগঠন শীতবস্ত্র নিয়েও তাদের কাছে এখনও হাজির হতে দেখা যাচ্ছে না।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, টাইফয়েড ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। বিভাগের প্রতিটি সরকারী হাসপাতালে এবং জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল-ক্লিনিকে শিশু ও বয়স্ক রোগীর চাপ বেড়েছে। যারা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এ অবস্থায় প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Post Comment

YOU MAY HAVE MISSED