Loading Now

দক্ষিণাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিলের প্রতিবাদে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক ।।

ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়কসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখা।

এসময় বক্তারা বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়কসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিল না করে তা দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়। এর আগে নগরীতে প্রতিবাদ মিছিলও বের করা হয়।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সভাপতি গোলাম কিবরিয়া সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) রফিকুল ইসলাম রাসেল। সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান সিকদার, মহানগর শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস ফরাজি প্রমুখ।

বক্তারা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেইসাথে পর্যাপ্ত সড়ক না থাকায় দুর্ঘটনাও বেড়ে গেছে। এ অবস্থায় ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীতকরণ কার্যক্রম বাতিল হলে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়বে। কারণ একটি অঞ্চলের উন্নতি যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে।

বক্তারা আরও বলেন, ‘আমরা এ দেশের মানুষের অধিকার আদায়ে যুগের পর যুগ লড়াই করেছি, কখনো পিছিয়ে যাইনি; প্রয়োজনে রক্তও দিয়েছি। আমরা উপদেষ্টাদের বলতে চাই, যদি তারা বরিশালবাসী তথা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন নিয়ে খেলা করেন, তবে ফ্যাসিস্টদের মতো তাদেরও পদত্যাগ করতে বাধ্য করা হবে। আমরা আশা করি, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা দক্ষিণাঞ্চলবাসীর পাশে আপনারা থাকবেন এবং তাদের আলাদা মর্যাদা দেবেন। এমন পদক্ষেপ নেবেন না যাতে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনে নামতে হয়।’

Post Comment

YOU MAY HAVE MISSED