Loading Now

দক্ষিণাঞ্চলে ভূকম্পন পরিমাপক যন্ত্র ১৫ বছর ধরে অচল!

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্থাপিত দক্ষিণাঞ্চলের একমাত্র ভূকম্পন পরিমাপক যন্ত্র ‘সিসমোগ্রাফ’ দীর্ঘ ১৫ বছর ধরে অচল পড়ে আছে। ফলে আজকের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পসহ সাম্প্রতিক বেশ কিছু ভূমিকম্পের তথ্য রেকর্ড করা যায়নি। ঝুঁকির মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলের প্রায় সাড়ে চার কোটি মানুষ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূততত্ত্ব বিভাগের চুক্তির আওতায় ২০১০ সালে পবিপ্রবি ক্যাম্পাসে যন্ত্রটি স্থাপন করা হয়। শুরুতে মাত্র দুটি ভূমিকম্পের তথ্য পাওয়া গেলেও ২০১১ সালে নষ্ট হওয়ার পর পুনরায় চালু করা হয়, এক বছরের মধ্যেই আবার তা অচল হয়ে যায়।

বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্পের প্রাইমারি ও সেকেন্ডারি ওয়েভ রেকর্ড হলে আগাম সতর্কবার্তা দেওয়া সম্ভব। কিন্তু যন্ত্রটি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই সিসমোগ্রাফের মাটির নিচের প্লেট ভূমি ওপরে উঠছে নাকি নিচে নামছে-এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও সরবরাহ করে।

যন্ত্রটির দায়িত্বে থাকা কর্মকর্তা শিক্ষা ছুটিতে থাকায় পবিপ্রবির ইইই বিভাগের অধ্যাপক ড. এস এম তাওহীদুল ইসলাম জানান, যন্ত্রটি পুরোনো অ্যানালগ প্রযুক্তির, বর্তমানে বিশ্বে ডিজিটাল মেশিন ব্যবহার হচ্ছে। সিসমোগ্রাফটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প, কার্যকারিতা ও মেরামত বিষয়ে তারাই চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবেন।

Post Comment

YOU MAY HAVE MISSED