Loading Now

দখলমুক্ত হলো বরিশাল জিলা স্কুলের মাঠ, আনন্দিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক ।।

গত দুই দশক ধরে অবৈধভাবে দখলে থাকা বরিশাল জিলা স্কুলের মাঠ অবশেষে দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. হাসিবুল হাসান।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়- জিলা স্কুলের আওতাধীন ‘পরেশ সাগর মাঠ’ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। মাঠের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন উদ্যোগ নেয় এবং মাঠের চারপাশে গড়ে ওঠা ১৪ থেকে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

দখলমুক্ত হওয়ার খবরে জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। পরে দুপুরে অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এবং জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।

সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছার জানান, বরিশাল শহরের অন্যান্য অবৈধ দখল ও অননুমোদিত স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। একইসাথে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED