Loading Now

দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

 

স্পোর্টস ডেক্স ।।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে পুরোদমে অনুশীলন করেছে শুরু করেছে বাংলাদেশ দল। কিন্তু দলের সঙ্গে এতদিন ছিলেন না সাকিব আল হাসান।

অবশেষে গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। আজ অনুশীলন করে আগামীকাল প্রথম টেস্টে মাঠে নামবেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফেরেননি।

সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে তিনি চলে যান ইংল্যান্ডে। সেখানে সারের হয়ে একটি ম্যাচ খেলার পর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা থাকলেও তিনি তা করেননি।

দলের সঙ্গে শুরু থেকেই না থাকলেও সাকিবের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল না। অবশেষে সারের সঙ্গে ম্যাচ খেলে আজ ভারতে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED