Loading Now

দাঁড়িয়ে থাকা ইজিবাইকে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির নলছিটিতে দ্রুতগতির মাহিন্দ্রার ধাক্কায় ইজিবাইক ছিটকে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম দপদপিয়া বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত একজনের বাকেরগঞ্জের চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০)। তিনি ওই এলাকার মৃত ইঙ্গুল হাওলাদারের ছেলে। অপরজন বাকেরগঞ্জের ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)। তিনি ওই এলাকার ইসতাক আলীর ছেলে। এ ঘটনায় আহত মোহাম্মদ বাদল (৪৫) ও মোহাম্মদ ফাহিম (১৩) বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দা বরিশালের দিকে যাচ্ছিল। পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে পেছন থেকে মাহিন্দ্রাটি ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ছিটকে খাদে পড়ে চালক গুরুতর আহত হন। এছাড়া মাহিন্দ্রার যাত্রীরা আহত হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালক মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নলছিটির পশ্চিম দপদপিয়া হাইওয়ে রোডের ওপর থামানো ইকটি ইজিবাইককে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটিসহ চালক ছিটকে খাদে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই মাহিন্দ্রায় থাকা দুজন যাত্রীর মৃত্যু হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED