Loading Now

দাওয়াত পায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

 

অনলাইন ডেক্স ।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বাদ রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বানে ২৭টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গ্লোরিয়াস পার্টি সেন্টারে এই বৈঠক শুরু হয়ে, চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।

জানা গেছে,বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “দীর্ঘ সাড়ে ১৫ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, তাদের নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করে না। তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি।

সূত্র: জনকণ্ঠ

Post Comment

YOU MAY HAVE MISSED