Loading Now

দাবায় দেশসেরা বরিশালের প্রীতি

 

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে আয়োজিত জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে দেশসেরা হয়েছেন বরিশাল নগরীর মেয়ে জান্নাতুল প্রীতি। তার এ অর্জনকে ঘিরে আনন্দ বিরাজ করছে প্রীতির বিদ্যাপীঠ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার দাবা ফেডারেশনের হলরুমে তাকে পুরস্কৃত করেন অতিথিরা।

তিনি এ প্রতিযোগিতার সাত রাউন্ডে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বরিশালসহ দেশবাসী তাকে অভিনন্দন জানান। এছাড়াও প্রীতি নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয় ও চিত্রাঙ্কনেও পারদর্শী। জান্নাতুল প্রীতি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং দিবা শাখার শিক্ষার্থী। তিনি বরিশাল নগরীর ফকির বাড়ি রোডের ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম ওলির মেয়ে। প্রীতির বাবা ওয়ালিউল ইসলাম ওলি বলেন, প্রীতি পড়াশুনার পাশাপাশি দাবায় মহিলা গ্রান্ডমাস্টার হতে পারে সেই প্রত্যাশা করি। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিম-লেও খেতাব অর্জনের মাধ্যমে বরিশালসহ দেশের নাম সারাবিশ্বে উজ্জ্বল করবে বলে আশা করছি।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা খানম বলেন, প্রীতির অর্জন ঐতিহ্যবাহী এ স্কুলের সুনাম আরও বৃদ্ধি করেছে। তার এ অর্জন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য জ্ঞান অর্জনে আগ্রহী করবে। যা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে তৈরি করার অন্যতম একটি মাধ্যম।

বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ বলেন, এ অর্জন বরিশালের জন্য গৌরবের। প্রীতির চ্যাম্পিয়ন হওয়ার খবর বরিশালের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে। এ সময় প্রীতিকে শুভেচ্ছাও জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED