দায়িত্বে অবহেলার অভিযোগে ডা. শামীম আজাদ ওএসডি
পটুয়াখালী প্রতিনিধি ।।
দায়িত্বে অবহেলার অভিযোগে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. এএসএম শামীম আল আজাদকে ওএসডি করা হয়েছে। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হয় তাকে।
১৬ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ডা. শামীম আজাদকে ওএসডি করার সিদ্ধান্ত জানানো হয়। এরই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয় ৮ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠে ডা. শামীম আল আজাদের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
এর আগে ১৪ এপ্রিল ফুটবল খেলার সময় পুকুরে ডুবে যান পবিপ্রবি শিক্ষার্থী আশিক। তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, জরুরি বিভাগে পৌঁছেও প্রায় ৪০ মিনিট পর্যন্ত কোনো চিকিৎসা দেওয়া হয়নি।
এরপর ১৫ এপ্রিল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে বরিশাল-বাউফল সড়ক অবরোধ করেন। পরে তারা পায়রা সেতুর টোল প্লাজায় অবস্থান নেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তখন আন্দোলনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
ভাইস-চ্যান্সেলর বলেন, আমাদের একজন শিক্ষার্থীকে চিকিৎসার অবহেলার কারণে আমরা হারিয়েছি। এটা শুধু একটি পরিবার নয়, পুরো বিশ্ববিদ্যালয় কমিউনিটির অপূরণীয় ক্ষতি।
Post Comment